স্বাস্থ্য সেবা খাতে ভবষ্যিতে সম্ভাব্য উন্নয়নের পরিকল্পনাসমুহ ঃ
-কমিউনিটি ক্লিনিক সেবা সম্প্রসারন ।
-কমিউনিটি ক্লিনিকে সিএসবিএ প্রশিক্ষনপ্রাপ্ত মহিলা সিএইচসিপি দ্বারা স্বাভাবিক প্রসব সেবার সংখ্যাবৃদ্ধি এবং প্রসবজটিলতা রোগীকে রেফার্ডকরন ।
-অনুর্ধ্ব ৫ বৎসর বয়সি শিশু মৃত্যুহার প্রতিহাজারে(জীবিতজন্মে) ৪৬ থেকে ৩৭ তে হ্রাসকরন।
-নবজাজক মৃত্যহার প্রতিহাজারে (জীবিতজন্মে) ২৮ থেকে ২১ তে হ্রাসকরন।
-মাতৃ মৃত্যুহার প্রতিলাখে ১৭৬ হতে ১০৫ তে হ্রাসকরন।
-নবজাতক জন্মের ক্ষেত্রে দক্ষ স্বাস্থ্য কর্মীর দ্বারা পরিচর্যারহার ৬৫ শতাংশে উন্নীতকরন।
-ফার্টিলিটি রেট-২ এ নামিয়েআনা
-ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র/স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ১০ শয্যারপল্লীহাসপাতাল স্থাপন।
-প্রাথমিক ও জরুরী স্বাস্থ্যসেবাসহ সার্বজনীন স্বাস্থ্য সেবাপ্রদান।
.-ইপিআই সুচকের মান বৃদ্ধিকরন (১০০%)।
-শিশুর অপুষ্টির হার হ্রাস ।
-ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রতে নবজাতক এর সেবাবৃদ্ধি ।
-প্রাতিষ্ঠানিক প্রসব সম্প্রসারনের লক্ষ্যে জনগনকে উদ্বুদ্ধকরন এবং সচেতনতাবৃদ্ধি।
-সার্বক্ষনিক জরুরী প্রসূতি সেবা নিশ্চিতকরা।
-প্রসবপূর্ব এবংপ্রসবপরবর্তী সেবাপ্রদান বৃদ্ধি।
-সরকারী মিডওয়াইফের (ধাত্রী) সংখ্যাবৃদ্ধি ।
-দক্ষ জনবলগড়ে তোলা ।
-মাঠপর্যায়ে নিরাপদ প্রসব সম্প্রসারনের লক্ষ্যে দক্ষধাত্রী দ্বারা প্রসববৃদ্ধি এবং জনগনকে উদ্বুদ্ধকরন।
-পুষ্টি কর্মসূচি বাস্তবায়নসহ মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতকরন।
-সংক্রামক ও অসংক্রামক রোগনিয়ন্ত্রন,প্রতিরোধ ও প্রতিকারের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়ন।
-চিকিৎসা,শিক্ষা ও গবেষনাকার্যক্রম শক্তিশালীকরন এবংচিকিৎসা পেশার মান নিয়ন্ত্রন ।
-স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার জোরদারকরন (টেলিমেডিসিন এবং মাঠপর্যায় হতে সরাসরি তথ্য সংগ্রহউন্নীতকরন)
-মাঠপর্যায়ে মনিটরিং জোরদারকরন (অনলাই ও অফলাইন)।
-আর্থিক ব্যবস্থাপনার উন্নয়নএবং তথ্য অধিকার ও স্ব-প্রনোদিত তথ্য প্রকাশ জোরদারকরা ।
-স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি,সম্প্রসারন ও রক্ষনাবেক্ষন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস