Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য  পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরমহাখালীঢাকা এর নিয়ন্ত্রণাধীন চাঁপাইনবাবগঞ্জ (সদর) উপজেলা স্বাস্থ্য অফিস চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল এর পিছনে জিপিএস লোকেশন ২৪.৫৯৮৪ ডিগ্রি অক্ষাংশে(ল্যাটিচুড)এবং ৮৮.২৬৫৪১ ডিগ্রি দ্রাঘিমাংশে (লংটিচুড) অনুযারী অবস্থিত। এই অফিস মূলত রোগ প্রতিরোধ  প্রতিষেধক মূলক স্বাস্থ্য সেবা প্রধান নিশ্চিত করে। এই অফিসের নিয়ন্ত্রাণাধীন বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রকমিউনিটি ক্লিনিক  সুবিশাল কর্মী বাহিনীর মাধ্যমে জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে।

দপ্তর প্রধানঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ।

নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রঃ ১৫

নিয়ন্ত্রণাধীন কমিউনিটি ক্লিনিকঃ৩৭


ই- মেইলঃ nawabganjsadar@uhfpo.dghs.gov.bd

ফোন-০৭৮১-৫২২০৬ , ফ্যাক্স-০৭৮১-৫২২০৬ ,Statistician:০১৭২৫৭৩৬৪৪৮